লালন ফকীর রচিত গান নং ৮৫৬

হুজুরে কার হবেরে নিকাশ দেনা ।
পঞ্চজন আছে ধড়ে বেরাদার তার ষোলোজনা ।।
মৌলভী মুন্সীজির কাছে জনমভরে শুধাই এসে ঘোর গেলোনা ।
পরে নেয় পরের খবর আপন খবর আপনার না ।।
ক্ষিতি জল বায়ূ হুতাশনে যার যার বস্ত সে সেখানে মিশবে তাই ।
আকাশে মিশবে আকাশ জানা গেলো পঞ্চবেনা ।।
ঘরের আত্মা কর্তা কারে বলি
কোন মোকাম হয় কোথায় গলি করে আওনা যাওনা ।
সেই মোকামে লালন কোনজন তাও লালনের ঠিক হলোনা ।।