হক নাম বলো রসনা ।
যে নাম স্মরণে যাবে জঠর যন্ত্রণা ।।
শিয়রে শমন বসে কখন যেন বাঁধবে কষে ।
ভুলে রইলি বিষয় বিষে দিশে হলোনা ।।
কয়বার যেন ঘুরেফিরে মানব জনম পেয়েছো রে ।
এবার যেন অলস করি সে নাম ভুলোনা ।।
ভবের ভাই বন্ধুয়াদি কেউ হবেনা সঙ্গের সাথী ।
লালন বলে গুরুরতি করো সাধনা ।।