হীরা মতি জহুরা কোটিময় ।
সে চাঁদ লক্ষ যোজনা ফাঁকে রয় কোটি চন্দ্র কোটিময় ।।
ষোলো কোটি দেবতার সঙ্গে আছে গাঁথা
ব্রহ্মা বিষ্ণু শিব নারায়ণ জয় জয় জয় ।
ষোলো চন্দ্র অন্ধ বেগে ধায় সে চাঁদ পাতালে
উদয় ভূমণ্ডলে সে চাঁদ মৃণালবেগে উজান ধায় ।।
ষড়চক্র পড়ে আছে তার আদি বিধান
পূর্ণ করে ষোলোকলা ভেদ করে সপ্ততলা ।
তার উপরে বসে কালা মধু করে পান
সে চাঁদ মাহেন্দ্র যোগে দেখা যায় ।।
নবলক্ষ ধেনু চরায় রাখালে চাঁদের খবর সেই জানে
চাঁদ ধরেছে বৃন্দাবনে শ্রীরাধার চরণে ।
ভাণ্ড ভেঙে ননী খায় গোপালে লালনের ফকীরি করা নয় ফিকিরি
দরবেশ সিরাজ সাঁই যদি ছায়া দেয় ।।