হায় কি আজব কল বটে ।
কী ইশারায় কল টিপে দেয় অমনি ছবি ধায় ওঠে ।।
অগ্নিজল হতে সে কলাপাত তাতে ।
ধড়ফড় করে চলছে ছবি কোন দাড়ায় হেটে ।।
হু হু শব্দে ধোয়া ওঠে বোমকল হতে ।
একজনা সে হাতনে ফোকে তার জায়গা ঐবার পিটে ।।
ঘরে রেখেছে এটে সকল কলের মূল গুটে ।
লালন বলে সব অকারণ কখন যে কল যায় ফেটে ।।