হাতের কাছে মামলা থুয়ে কেন ঘুরে বেড়াও ভেয়ে ।
ঢাকা শহর দিল্লি লাহোড় খুজলে মেলে এই ঠায়ে ।।
মনের ধোকায় মক্কায় যাবি ধাক্কা খেয়ে হেথায় ফিরবি ।
এমনই ভাবে ঘুরতে হবে দেহের খবর না পেয়ে ।।
গয়া কাশী মক্কা মদীনা বাইরে খুজে ফাকড়ায় পড়োনা ।
দেহরতি খুজলে পাবি সকল তীর্থের ফল তায়ে ।।
দেখ দেখিরে অবোধ মন আমার অবিশ্বাসে কোথায় প্রাপ্তি কার ।
বিশ্বাসে মন নিকটে পায় ধন লালন ফকীর যায় কয়ে ।।