লালন ফকীর রচিত গান নং ৮৫৯

হাওয়ার ঘরে দম পাকড়া পড়েছে কী অপরুপ কারখানা ।
শুদ্ধ হাওয়া কলে আলক দমে চলে হাওয়া নির্বাণ হলে দম থাকেনা ।।
হাওয়া দমের যে কারিগরী নিগমতত্বে শুনি
বলতে ডরাই সেসব অসম্ভব বাণী
লীলা নিত্যকারী হাওয়া যোগেশ্বরী
হাওয়ার ঘরে দমের হয় লেনাদেনা ।।
সে বাদশা নির্বাণ হাওয়ার গুণ বলবো কি আর
এক অঙ্গে দম হলে আরেক অঙ্গে শুমার
হাওয়া দম গুমরে খেলছে সদাই ঘরে
কলকাঠি যার হাতে বাইরে সে অজানা ।।
হাওয়া শক্তি ধরে যোগে জানতে পারে
নিগূঢ় করণকারণ সেই যাবে সেরে
লালন বলে মোর কোলে বিষম ঘোর
হাওয়ায় ফাঁদ পাতিলে যেতো সব জানা ।।