গুরুর দয়া যারে হয় সে ই জানে ।
যে রুপ সাঁই বিরাজ করে দেহভুবনে ।।
শহরে সহস্র পাড়া তিনগলি তার এক মহড়া ।
আলক সওয়ার পবনঘোড়া ফিরছে সেইখানে ।।
জলের বিম্ব আলের উপর অখণ্ড বলয়ের মাঝার ।
যার বিন্দুতে হয় সিন্ধু তাহার ধারা বয় ত্রিগুণে ।।
হাতের কাছে আলক শহর রঙ বেরঙের উঠছে লহর ।
সিরাজ সাঁই কয় লালনরে তোর সদাই ঘোর মনে ।।