গুরুর ভজনে হয় তো সতী ।
জ্যোতিরুপ নগরে যাবি ফুলবতী ।।
না হলে রে সতী ভজনে হবেনা মতি ।
এক কৃষ্ণ জগতের পতি আর সব প্রকৃতি ।।
প্রকৃতি হয়ে করো প্রকৃতি ভজন তবেই হবে গোপীনির শরণ ।
না হলে গোপীর ভাবাশ্রয়করণ হবেনা গুরুর ভজনে মতি ।।
গুরুতে করো নাগরী প্রীতি হইবে দশ ইন্দ্রিয় রিপুর মতি ।
ফকীর লালন বলে প্রেম পীরিতি তৃতীয় ভজনের এই রীতি ।।