গুরুপদে নিষ্ঠা মন যার হবে ।
যাবে রে তার সব অসুসার অমূল্য ধন হাতে সেহি পাবে ।।
গুরু যার হয় কাণ্ডারী চালায় তার অচল তরী ।
তুফান বলে ভয় কি তারই সে নেচে গেয়ে ভবপারে যাবে ।।
আগমে নিগমে তাই কয় গুরুরুপে দ্বীন দয়াময় ।
সময়ে সখা সে হয় অধীন হয়ে যে তারে ভজিবে ।।
গুরুকে মনুষ্যজ্ঞান যার অধোপথে গতি হয় তার ।
লালন বলে তাই আজ আমার ঘটলো বুঝি মনের কু স্বভাবে ।।