গুরুপদে ডুবে থাকরে আমার মন ।
গুরুপদে না ডুবিলে হবেনা ভজন সাধন ।।
গুরুশিষ্য এমনই ধারা চাঁদের কোলে থাকে তারা ।
আয়নাতে লাগিয়ে আরা দেখে তারা ত্রিভুবন ।।
শিষ্য যদি হয় কায়েমী কর্ণে পায় তার মন্ত্রদানি ।
নিজগুণে পায় চক্ষুদানি নইলে অন্ধ দু নয়ন ।।
ঐ দেখা যায় আনকা নহর অচিন মানুষ অচিন শহর ।
সিরাজ সাঁই কয় লালনরে তোর জনম গেলো অকারণ ।।