লালন ফকীর রচিত গান নং ৩২১

গুরু রুপের পুলক ঝলক দিচ্ছে যার অন্তরে ।
কীসের একটা ভজনসাধন লোক জানাতে করে ।।
বকের ধরণ করন তার তো নয় দিকছাড়া রুপ নিরিখ সদাই ।
পলকভরে ভবপারে যায় সেই নিরিখ ধরে ।।
জ্যান্তে গুরু না পেলে হেথা মলে পাবো সে কথার কথা ।
সাধকজনে বর্তমানে দেখে ভজে তারে ।।
গুরুভক্তির তুলনা দেবো কী যে ভক্তিতে সাঁই থাকে রাজী ।
লালন বলে গুরু রুপে নিরুপ মানুষ ফেরে ।।