লালন ফকীর রচিত গান নং ৩১৫

গুরু বিনে কি ধন আছে ।
কি ধন খুজিস ক্ষ্যাপা কার কাছে ।।
বিষয় ধনের ভরসা নাই ধন বলিতে গুরু গোসাঁই ।
যে ধনের দিয়ে দোহাই ভব তুফান যাবে বেঁচে ।।
পুত্র পরিবার বড়ো ধন ভুলেছো এই ভবের ভুবন ।
মায়ায় ভুলে অবোধ মন গুরুধনকে ভাবলি মিছে ।।
কী ধরণের কী গুণপনা অন্তিমকালে যাবে জানা ।
গুরুধন এখন চিনলেনা নিদানে পস্তাবি পিছে ।।
গুরুধন অমূল্য ধনরে কুমনে বুঝলিনা হারে ।
সিরাজ সাঁই কয় লালন তোরে নিতান্ত প্যাচোয় পেয়েছে ।।