গুরু বিনে বান্ধব নাইরে আর ।
নিদানের কাণ্ডারী গুরু ভবপাড়ের কর্ণধার ।।
গুরু নামের মেঘ সাজায়ে থাকো রে মন চাতক হয়ে ।
যদি গুরু দয়া করে ঘুচবে মনের অন্ধকার ।।
গুরু অনুরাগী যেজন কাজ কিরে তার ভজন সাধন ।
রুপ নগরে করে আসন পায় সে মহাধন অপার ।।
সিরাজ সাঁই কয় লালন ওরে গুরু বিনে ধন নাই সংসারে ।
কাঙ্গালের কাঙ্গালী গুরু বাস করে ভক্তের দ্বার ।।