গরল ছাড়া মানুষ আছে কে রে ।
সেই মানুষ জগতের গোড়া আলা কুল্লে সাঁই জাহির আছে রে ।।
তিন আলিফে দিয়ে জবর হবে সেই মানুষের খবর ।
করণ চৌদ্দ ভুবনের উপর সে কথা ব্যাক্ত আছে যে রে ।।
লা মোকামে আছে বারি জবরুতে হয় তার ফুকারী ।
জাহের নয় সে রয় গভীরই জিহ্বাতে কে সে নাম করে ।।
সেই মানুষকে করো সাথী কাদির মাওলাকে চিনবে যদি ।
লালন খোজে জন্মবধি মানুষ লুকায় পলকে রে ।।