গৌর কি আইন আনিলেন নদীয়ায় এ তো জীবের সম্ভব নয় ।
আনকা আচার আনকা বিচার দেখে শুনে লাগে ভয় ।।
ধর্মাধর্ম বলিতে কিছুমাত্র নাইকো তাতে প্রেমের গুণ গায় ।
জাতের বোল রাখেনা সে তো করলো একাকারময় ।।
শুদ্ধাশুদ্ধ নাই জ্ঞান সাতবার খেয়ে একবার স্নান করে সদাই ।
আবার অশুদ্ধকে শুদ্ধ করে জীবে যা না ছোয় ঘৃনায় ।।
যবন ছিলো কবীর খাস তারে প্রভুপদে দাস করলে গৌর রাই ।
লালন বলে যবন বংশে জামালকে বৈরাগ্য দেয় ।।