লালন ফকীর রচিত গান নং ৩৩৫

গৌর আমার কলির আচার বিচার কি আইন আনিলে ।
কীভাবে হয়ে বৈরাগী গৌর কুলের আচার বিচার সব ত্যাজিলে ।।
হরি বলে গৌর রাইপ্রেমে আকুল হয় নয়নের জলে বদন ভেসে যায়
দেখে উহার দশা সবাই জ্ঞান নৈরাশা
আপনি কেঁদে জগতকে কাঁদালে ।।
এ ভাব জীবের সম্ভব নয় দেখে লাগে ভয়
চণ্ডালের প্রভু আলিঙ্গন দেয় নাই জাতের বোল বলে হরিবোল
বেদ পুরাণাদি সব ছাড়িলে ।।