লালন ফকীর রচিত গান নং ৩৩২

গোষ্ঠে চলো হরি মুরারী ।
লয়ে গোধন গোষ্ঠের কানন চলো গোকুলবিহারী ।।
ওরে ও ভাই কেলেসোনা চরণে নূপুর নে না ।
মাথায় মোহন চূড়া দে না ধরা পড়ো বংশীধারী ।।
তুই আমাদের সঙ্গে যাবি বনফল সব খেতে পাবি ।
আমরা মলে তুই বাঁচাবি তাই তোরে সঙ্গে করি ।।
যে ত্বরাবে এই ত্রিভুবনে সেহি যাবে গোষ্ঠের কানন ।
ঠিক রেখো মন অভয়চরণ লালন ঐ চরণের ভিখারী ।।