গোপাল আর গোষ্ঠে যাবেনা ।
যা রে যা বলাই তোরা সবে যা ।।
কুস্বপন দেখেছি যে গোপাল যেন হারিয়েছে ।
বনে বনে ফিরছি কেঁদে খুজে পেলাম না ।।
অভাগিনীর আর কেহ নাই সবেমাত্র একা কানাই ।
সে ধনহারা হইয়ে বলাই কীসের ঘরকান্না ।।
বনে আছে অসুরের ভয় কখন যেন কী দশা হয় ।
দিবারাতে তাইতে সদায় সন্দেহ মেটেনা ।।
ভেবে ও পবিত্র বচন শুনে খেদে ঝোরে লালন ।
কী ছলে তার গমনাগমন দিশে হলোনা ।।