গোল করোনা গোল করোনা ওগো নাগরী ।
দেখ দেখি ঠাউরে দেখি কেমন ঐ গৌরাঙ্গ হরি ।।
সাধু কী ও যাদুকরী এসেছে এই নদেপুরী ।
খাটবেনা হেথায় ভারিভুরি তাই ভেবে মরি ।।
বেদ পুরাণে কয় সমাচার কলিতে আর নাই অবতার ।
যে কয় সেই গিরিধর এসেছে নদেপুরী ।।
বেদে যা নাই তা যদি হয় পুঁথি পড়ে কেন মরতে যায় ।
লালন বলে ভজবো সদাই ঐ গৌরহরি ।।