লালন ফকীর রচিত গান নং ৩৪১

ঘরে কি হয়না ফকীরি ।
কেন হলিরে নিমাই আজ দেশান্তরী ।।
ভ্রমে বারো বসে তেরো বসে গেলে হয় ।
সেও তো কথা নয় মন না হলে নির্বিকারি ।।
মন না মুড়ে কেশ মুড়ালে তাতে কি রতন মেলে ।
মন দিয়ে মন বেঁধেছে যেজন তারই কাছে সদাই বাঁধা হরি ।।
ফিরে চলরে ঘরে নিমাই ঘরে সাধলেও হবে কামাই ।
বলে এই কথা কাঁদে শচীমাতা ফকীর লালন বলে লীলে বলিহারি ।।