লালন ফকীর রচিত গান নং ৫৫২

ফকীরি করবি ক্ষ্যাপা কোন রাগে ।
হিন্দু মুসলমান রয় দুই ভাগে ।।
বেহেস্তের আশায় মোমীনগণ হিন্দুদের স্বর্গেতে মন ।
টল কি সে অটল মোকাম লেহাজ করে জান আগে ।।
ফকীরি সাধন করে খোলসা রয় হুজুরে ।
বেহেস্তসুখ ফাটক সমান শরায় ভালো তাই লাগে ।।
অটল প্রাপ্তি কীসে হয় মুর্শিদের ঠাই জানা যায় ।
সিরাজ সাঁই কয় লালন ভেড়ো ভুগিসনে ভবের ভোগে ।।