ফকীর হলিরে নিমাই কীসের দুঃখে ।
খাবি দাবি নাচবি গাইবি দেখবো চোখে ।।
একা পুত্র তুইরে নিমাই অভাগীর তো আর কেহ নাই ।
তোর বিনে আর জীবন জুড়াই কারে দেখে ।।
যে আশা মনে ছিলো সকলই নৈরাশ্য হলো ।
কে তোরে কৌপিন পড়ালো মায়াত্যাগে ।।
শুনে শচীমাতার রোদন অধৈর্য হয় দেবতাগণ ।
লালন বলে কী কঠিন মন নিমাই রাখে ।।