এমন দিন কি হবেরে আর ।
খোদা সেই করে গেলো রসুলরুপে অবতার ।।
আদমের রুহু সেই কেতাবে শুনিলাম তাই ।
নিষ্ঠা যার হলোরে ভাই মানুষ মোর্শেদ করে সার ।।
খোদ সুরতে পয়দা আদম এও জানা যায় অতিমরম ।
আকার নাই যার সুরত কেমন লোকে বলে তাও আবার ।।
আহমদ নাম লিখিতে মীম নফি হয় তার কীসেতে ।
সিরাজ সাঁই কয় লালন তাতে কিঞ্চিৎ নজির দেখো তার ।।