একদিনও পারের ভাবনা ভাবলিনা রে ।
পার হবি হীরের সাঁকো কেমন করে ।।
বিনা কড়ির সওদা কেনা মুখে আল্লার নাম জপনা ।
তাতেও যদি অলসপনা দেখি তোরে ।
এক দমের ভরসা নাই কখন কি করেন গোসাঁই ।
তখন কার দিবি দোহাই কারাগারে ।।
ভাসাও অনুরাগের তরী মুর্শিদকে করো কাণ্ডারী ।
লালন বলে যার যার পাড়ি যাওনা সেরে ।।