একাকারে হুহুঙ্কার মেরে আপনি সাঁই রব্বানা ।
অন্ধকার ধন্ধকার কুওকার নৈরাকার এসব কিছু ছিলোনা ।।
কুন বলে এক শব্দ করে সেই শব্দে নূর ঝরে ।
ছয়টি গুটি হলো তাতে শোনো গো তার বর্ণনা ।।
সেই ছয়গুটি হতে ছয়টি জিনিস পয়দা তাতে ।
আসমান যমীন সৃজনীতে মনে তার হয় বাসনা ।।
ছয়েতে তসবীহ হলো সেই তসবীহ জপ করিলো ।
কোরাণেতে প্রমাণ রইলো লালন কয় শোনো ঠিকানা ।।