এইবেলা তোর মনের মানুষ চিনে সাধন কর । মানুষ পালাইবে দেহ ছেড়ে পড়ে রবে শূণ্য ঘর ।। ঘরের মধ্যে তো তিন তেরো আর কোন দরজা করেছো সার । ঘরের মধ্যে বাস্তুখুটি সেইটা করগে মূলাধার ।। ডুবে থাকগে রুপসাগরে বসত করগে যুতের ঘরে । লালন বলে মনের মানুষ চেনা হলো ভার ।।