এ কীরে সাঁইয়ের আজব লীলে ।
আমার বলতে ভয় হয়রে দেলে ।।
আপনি নিরঞ্জন মণি আপনি কুদরতের ধনী ।
কেবা তার দোসর পায় সে খবর খোদার অঙ্গকে খণ্ড করিলে ।।
নূর টলে হলো নৈরাকার নিরঞ্জনের স্বপ্ন কি প্রকার ।
দেখলো কি স্বপ্ন হলো সে মগ্ন কোন রুপ দেখে নিরঞ্জন ভোলে ।।
দেখে সেই আজব সুরত আপনি খুশি হলেন পাকজাত ।
ভেবে কয় লালন সে হয় কোনজন কারে দেখলেন সাঁই নয়ন খুলে ।