লালন ফকীর রচিত গান নং ১৫৭

এ কী লীলে মানুষলীলে দেখি গোকুলে ।
হরি নন্দঘোষের বাদা মাথায় নিলে ।।
রাখালের উচ্ছিষ্ট খায় একদিন ব্রহ্মা দেখতে পায় ।
তাতে রুষ্ট হয় ভারি ধেনুবৎস হরে লয় পাতালে ।।
কোন প্রেমে সে দীন দয়াময় নারীর চরণ নিলো মাথায় ।
লীলা চমৎকার বোঝা হলো ভার অপার হয়ে অধীন লালন বলে ।।