এ কী আসমানি চোর ভাবের শহর লুটছে সদাই ।
তার আসা যাওয়া কেমন রাহা কে দেখেছো বলো আমায় ।।
শহর বেড়ে অগাধ দোরে মাঝখানে ভাবের মন্দিরে সেই নিগম জায়গায় ।
তার পবন দ্বারে চৌকি ফেরে এমন ঘরে চোর আসে যায় ।।
এক শহরে চব্বিশ জেলা দাগছেরে কামান দুবেলা বলিয়ে জয় জয় ।
ধন্য চোরে এ ঘর মারে করেনা সে কাহারো ভয় ।।
মনবুদ্ধির অগোচর চোরা বললে কী বুঝবি তোরা আজ আমার কথায় ।
লালন বলে ভাবুক হলে ধাক্কা লাগে তাইরি গায় ।।