লালন ফকীর রচিত গান নং ১৫২

এ কী আজগুবি এক ফুল
তার কোথায় বৃক্ষ কোথায় আছে মূল ।।
ফুটেছে ফুল মান সরোবরে স্বর্ণ গুফায় ভ্রমরা তার ।
কখন মিলন হয়রে দোহার রসিক হলে জানা যায়রে স্থুল ।।
শম্ভু বিম্বু নাই সে ফুলে মধুকর কেমনে খেলে ।
পড়ো সহজে প্রেম স্কুলে জ্ঞানের উদয় হলে যাবে ভুল ।।
শোণিত শত্রু এরা দুজন সেই ফুলে হইলো সৃজন ।
সিরাজ সাঁই বলেরে লালন ফুলের ভ্রমর কে তার করগে উল ।।