লালন ফকীর রচিত গান নং ১৫৬

এ ধন যৌবন চিরদিনের নয় ।
অতি বিনয় করে নিমাই মায়েরে কয় ।।
কেউ রাজা কেউ বাদশাগিরি ছেড়ে কেউ নেয় ফকীরি ।
আমি এ নিমাই কি ছার নিমাই হাল ছেড়ে বেহাল লয়েছি গায় ।।
কোনদিন পবন বন্ধ হবে এই দেহ শ্মশানে যাবে ।
কোঠা বালাঘর কোথা রবে কার লোভ লালসে কেবল দুকূল হারায় ।।
রও শচীমাতা গৃহে যেয়ে আমারে বিসর্জন দিয়ে ।
এই বলে নিমাই ধরে মায়ের পায় ফকীর লালন বলে ধন্য নিমাই ।।