লালন ফকীর রচিত গান নং ৪১৩

দয়াল অপরাধ মার্জনা করো এবার ।
আমি দিয়েছি সব তোমার চরণে ভার ।।
নিজগুণে দিয়ে চরণ যেমন ইচ্ছে করো হে তোরণ ।
পতিতকে উদ্ধারের কারণ পতিতপাবন নামটি তোমার ।।
ত্রিজগতের একনাম তুমি অপরাধ ক্ষমা করো হে স্বামী ।
তোমার নামটি শুনে দোহাই দিই আমি দাসেরে করো নিস্তার ।।
ও দয়াল আমি অতি মূর্খমতি না জানি কোনো ভক্তি স্তুতি ।
লালন বলে করি মিনতি তুমি বিনে আর কেউ নাই আমার ।।