লালন ফকীর রচিত গান নং ৩৮৩

ডুবে দেখ নবীর দ্বীনে নিষ্ঠা হয়ে মন ।
নইলে ঘিরবে এসে কাল শমন ।।
সাকারে নয় লীলায় ছিলো চার তরিকা তখন হলো ।
কুদরতির পর আসন ছিলো কুদরতি বুঝবি কেমন ।।
সাঁইকে যে না চেনে তারে নৌকায় নেবে কেনে ।
ফেলে দেবে ঘোর তুফানে মরবি তখন ।।
ছোট মুখে যায়না বলা এতই সাঁইয়ের আজব লীলা
সিরাজ সাঁই কয় দমের মালা জপোরে লালন ।।