দস্তখত নবুয়ত যাহার হবে ।
কী করিলে ফানা ফিল্লা সকল ভেদ জানা যাবে ।।
পুসিদার ভেদ জানতে পারলে নবুয়ত তার এমনই মেলে ।
কেতাব কোরাণে না ধরিলে দেল কোরাণে সব পাবে ।।
বারো লাখ চব্বিশ হাজার বহিছে দেখো দম সবাকার ।
উনকোটি ছাপ্পান্ন হাজার পশমে এই দেহটি হবে ।।
জুয়ো খেলায় মত্ত হলে কাঁদিতে হবে সব হারালে ।
লালন বলে আমার ভাগ্যে না জানি কী ঘটিবে ।।