লালন ফকীর রচিত গান নং ৪৪৯

ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে ।
সে কি সামান্য চোরা ধরবি কোনা কানচিতে ।।
পাতালে চোরার বহর দেখায় আসমানের উপর ।
তিন তারে হচ্ছে খবর শুভাশুভ যোগমতে ।।
কোথা ঘর কী বাসনা কি করে ঠিক ঠিকানা ।
হাওয়ায় তার লেনাদেনা হাওয়ায় মূলাধার তাতে ।।
চোর ধরে রাখবি যদি হৃদগারদ করগে খাটি ।
লালন কয় খুটিনাটি থাকতে কে চোর দেয় ছুতে ।।