ধর্ম বাজার মিলাইছে নিরঞ্জনে ।
কানা চোরে চুরি করে ঘর থুয়ে সিঁদ দেয় পাগাড়ে
হস্ত নাই সে ওজন করে বোবায় গান করে কানায় বসে শোনে ।।
কানায় করে দোকানদারী বোবায় বসে মাল নিচ্ছে তারই ।
সেই হাটে এক বেজো নারী ছেলে কোলে হাসছে রাত্রদিনে ।।
ভাঙবে বাজার উঠবে ধনী মানুষ নাই তার শব্দ শুনি ।
তালাশ নাই তার মধ্যে প্রাণী লালন বলে বসে ভাবছে মনে মনে ।।