লালন ফকীর রচিত গান নং ৪৫০

ধড়ে কে তোর মালিক চিনলিনা তারে ।
মন কি এমন জনম আর হবে রে ।।
দেবের দুর্লভ এবার মানবজনম তোমার ।
এমন জনমের আচার করলি কীরে ।।
নিঃশ্বাসের নাইরে বিশ্বাস পলকে করিবে বিনাশ ।
তখন মনে রবে মনের আশ বলবি কারে ।।
এখনো শ্বাস আছে বজায় যা করো তাই সিদ্ধি হয় ।
সিরাজ সাঁই তাই কয় বার বার লালনেরে ।।