লালন ফকীর রচিত গান নং ৪৫৫

ধর গো ধর গৌরাঙ্গ চাঁদেরে ।
গৌর যেন পড়েনা বিভোর হয়ে ভূমের উপরে ।।
ভাবে গৌর হয়ে মত্ত বাহু তুলে করে নৃত্য ।
কোথায় হস্ত কোথায় পদ ঠাহর নাই তার অন্তরে ।।
মুখে বলে হরি হরি দু নয়নে বহে বারি ।
ঢলঢল তনু তারই বুঝি পড়ামাত্র যায় মরে ।।
কার ভাবে শচীসূতা হালসে বেহাল গলে কাঁথা ।
লালন বলে ব্রজের কথা বুঝি পড়েছে মনের দ্বারে ।।