লালন ফকীর রচিত গান নং ৪৫৭

ধন্যভাব গোপীর ভাব আ মরি মরি ।
যাতো বাঁধা ব্রজের শ্রীহরি ।।
ছিলো কৃষ্ণের প্রতিজ্ঞা এমন যে করে ভজন যেভাবে তাইতো হয় তারই ।
সে প্রতিজ্ঞা আর না রইলো তার করলো গোপীর ভাবে মনচুরি ।।
ধর্মাধর্ম নাই সে বিচার কৃষ্ণসুখে সুখ গোপীকার হয় নিরন্তরই ।
তাইতে দয়াময় গোপীর সদয় মনের ভ্রমে তা জানতে পারি ।।
গোপীভাব সামান্য বুঝে হরিকে না পেলো ভজে শ্রীনারায়নী ।
লালন কয় এমন আছে কতজন বলতে হয় দিন আখেরী ।।