লালন ফকীর রচিত গান নং ৪৫৮

ধন্য মায়ের ধন্য পিতা ।
তার গর্ভে জন্মাইলো নন্দের কানু গৌরাঙ্গসূতা ।।
ধন্য বলি শ্রীদাম সখা অনেক দিনের পরে দেখা ।
আশ্চর্য এই বেঁচে থাকা ধৈর্য ধরতে পারিনা তা ।।
ধন্য রে ভারতী ভারী দেখাইলো নদেপুরী ।
ফুল বিছানা ত্যাজ্য করি গলে নিলো ছেড়া কাঁথা ।।
ধন্য রে যশোদার ক্রোড় বেঁধেছিলো জগদীশ্বর ।
লালন কয় ভাব শুনে বিভোর বুঝার কিছু নাই ক্ষমতা ।।