লালন ফকীর রচিত গান নং ৪৩৮

দেশ দেশান্তর দৌড়ে কেন মরছো রে হাপায়ে ।
আদি মক্কা এই মানবদেহে দেখনা রে মন ভেয়ে ।।
করে অতি আজব বাক্কা গঠেছেন সাঁই মানুষ মক্কা কুদরতি নূর দিয়ে ।
চার দ্বারে চার নূরী ইমাম মধ্যে সাঁই বসিয়ে ।।
মানুষ মক্কা কুদরতি কাজ উঠছে আজগবি আওয়াজ সাততলা ভেদিয়ে ।
সিং দরজায় একজন দ্বারী আছে নিদ্রাত্যাগী হয়ে ।।
তিল পরিমাণ জায়গার উপর গঠেছেন সাঁই উর্দ্ধশহর মানুষ মক্কা এ ।
কত লাখ লাখ হাজী করছে রে হজ্ব সেই জায়গায় বসিয়ে ।।
দশদুয়ারী মানুষ মক্কা মুর্শিদপদে ডুবে থাক গা ধাক্কা সামলিয়ে ।
লালন বলে গুপ্তমক্কায় আমি ইমাম ফকীর মেয়ে ।।