লালন ফকীর রচিত গান নং ৪৩৬

দেলদরিয়ায় ডুবিলে সে দূরের খবর পায় ।
নইলে পুঁথি পড়ে পণ্ডিত হলে কী হয় ।।
স্বয়রংরুপ দর্পনে ধরে মানবরুপ সৃষ্টি করে ।
দিব্যজ্ঞানী যারা ভাবে বোঝে তারা কার্যসিদ্ধি করে যায় ।।
একেতে হয় তিনটি আকার অযোনি সহজ সংস্কার ।
যদি ভবতরঙ্গে তরো মানুষ চিনে ধরো দিনমণি গেলে কী হবে উপায় ।।
মূল হতে হয় ডালের সৃজন ডাল দরলে হয় মূলের অন্বেষণ ।
তেমনই রুপ হইতে স্বরুপ তারে ভেবে বিরুপ
অবোধ লালন সদাই নিরুপ ধরতে চায় ।।