লালন ফকীর রচিত গান নং ৪৩৭

দেলদরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা ।
ডুবলে পরে রতন পাবে ভাসলে পরে পাবেনা ।।
দেহের মাঝি বাড়ি আছে সেই বাড়িতে চোর লেগেছে ।
ছয়জনাতে সিঁদ কাটিছে চুরি করে একজনা ।।
দেহের মাঝে নদী আছে সেই নদীতে নৌকা চলছে ।
ছয়জনাতে গুণ টানিছে হাল ধরেছে একজনা ।।
দেহের মাঝে বাগান আছে তাতে নানারঙের ফুল ফুটেছে ।
সৌরভে জগত মেতেছে লালনের প্রাণ মাতলো না ।।