লালন ফকীর রচিত গান নং ৪৩১

দেখো দেখো নূর পেয়ালা আগে থেকেই কবুল করো ।
নিজ জান পরিচয় করে দেখো খোদা বলছো কার ।।
নূর মানে নিজ নবীর আত্মা আপনার কলবে আছে তা ।
হায়াতে সেই মোহাম্মদা জিন্দা এই চারযুগের উপর ।।
চিনতে যদি পারো সেই নবী এলেম হাসেল সেইজনের হবি ।
তোমার এই দ্বীনের খুবি প্রকাশ হবে দীপ্তকার ।।
ডুব না জেনে ডুবতে চাওরে মন সমুদ্রে ভেসে বেড়াও কলাগাছ যেমন ।
সিরাজ সাঁই কয় অবোধ লালন গুরুচরণ সার কর ।।