লালন ফকীর রচিত গান নং ৪২৯

দেখনা আপন দেল ঢুড়ে ।
দ্বীন দুনিয়ার মালিক সে যে আছে ধড়ে ।।
আপনি ঘর সে আপনি ঘরী আপনি করে চৌকিদারী ।
আপনি সে করে চুরি আপন ঘরে ।।
আপনি ফানা আপনি ফকীর আপনি করে আপনার জিকির ।
বুঝবে কেরে আলেক ফিকির বেদভাষা পড়ে ।।
নানা ছলে নানান মায়ায় আমি আমি শব্দ কে কয় ।
লালন কয় সন্ধি যে পায় ঘোর যায় ছেড়ে ।।