লালন ফকীর রচিত গান নং ৪২৫

দেখবি যদি সেই চাঁদেরে ।
যা যা কারণ সমুদ্দুরের পাড়ে ।।
যাসনে রে সামান্য নৌকায় সে নদীর বিষম তড়কায় ।
প্রাণে হবি নাশ রবে অপযশ পার হবি যদি সাজাও প্রেম তরীরে ।।
তারুণ্য কারুণ্য আমি যেজন দিতে পারে পাড়ি ।
সেই বটে সাধক এড়ায় ভবরোগ বসত হবে তার অমরনগরে ।।
মায়ার গেরাপি কাটো ত্বরায় প্রেমতরীতে ওঠো ।
সামনে কারণ সমুদ্দুর পার হয়ে হুজুর যারে লালন সদগুরুর বাঁক ধরে ।।