দেখবি যদি স্বরুপ নিহারা ।
তবে মনের মানুষ পড়বে ধরা ।।
মরার আগে মরতে হবে তবে মনের মানুষ সন্ধান পাবে ।
যজ্ঞযোগে অনুরাগে আয়নাতে মিশাওগে পারা ।।
তারে তার মিশালে দেখবি সাধের মানুষলীলে ।
বসে আছে একজন ছেলে শূণ্যের উপর আসন করা ।।
লালন বলে দেখবি ভালো চার রঙে করেছে আলো ।
আর একরঙ গোপনে রইলো তার চতুর্দিকে লাল জহুরা ।।