লালন ফকীর রচিত গান নং ৪৪৪

দ্বীন দুনিয়ায় অচিন মানুষ আছে একজনা ।
কাজের বেলায় পরশমণি অসময়ে তারে চেনো না ।।
নবী আলী এই দুইজনা কলেমা দাতা কুল আরেফিনা ।
বে তালিমে মুরিদ সে না পীরের পীর হয় সে জনা ।।
একদিনে সাঁই নিরাকারে ভেসেছিলেন একেশ্বরে ।
অচিন মানুষ পেয়ে তারে দোসর করলেন তৎক্ষণা ।।
যে তারে জেনেছে দড়ো খোদার ছোটো নবীর বড়ো ।
লালন বলে নড়োচড়ো সে বিনে কূল পাবা না ।।