চরণ পাই যেন অন্তিমকালে ।
ফেলোনা অতুর অধম বলে ।।
সাধনে পাবো তোমায় সে ক্ষমতা নাই গো আমার ।
দয়াল নাম শুনিয়ে আশায় আছি অধীন কাঙালে ।।
জগাই মাধাই পাপী ছিলো কাধা ফেলে গায় মারিলো ।
তাহে প্রভুর দয়া হলো আমায় দয়া করো সেই হালে ।।
ভারতপুরাণে শুনি পতিতপাবন নামে ধ্বনি ।
লালন বলে সত্য জানি আমারে চরণ দিলে ।।