চিনবে তারে এমন আছে কোন ধনী ।
নয় সে আকার নয় নিরাকার নয় ঘরখানি ।।
বেদ আগমে জানা গেলো ব্রহ্মা যারে ঢুড়ে হদ্দ হলো ।
জীবের কি সাধ্য বলো তারে চিনি ।।
কত কত মুনিজনা করে রে যোগ সাধনা ।
লীলার অন্ত কেউ পেলোনা লীলা এমনই ।।
সবে বলে কিঞ্চিৎ ধ্যানী গণ্য সে হন শূলপাণি ।
লালন বলে কবে আমি হবো তেমনই ।।